
প্রকাশিত: Sat, Jan 14, 2023 3:41 PM আপডেট: Sun, May 11, 2025 3:04 AM
ঢাকাকে বাসযোগ্য করতে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ এবং ভূমি দূষণ থেকে মুক্ত করতেই হবে
লুৎফর রহমান হিমেল
প্রিয়নীল, আমার শিশুসন্তান। গত চারদিন ধরে কাশি আর শ্বাসকষ্টে ভুগছে। অথচ পূর্ব অভিজ্ঞার আলোকে শীতের শুরু থেকেই ডাক্তারের পরামর্শমতো মোনাস ট্যাবলেট, পিউরিসল ও পেনভিক সিরাপ চলছিল। তারপরও অ্যাটাক করলো কাশি আর শ্বাসকষ্ট। নেবুলাইজ শুরু করেছি দুদিন ধরে। কাজ করছে ধীরে। হয়তো এন্টিবায়োটিকও ধরতে হবে। অথচ এই শীতেই নীল ১৫ দিন গ্রামের বাড়ি ছিল, একদিনের জন্যও সমস্যা হয়নি। ওষুধ সাথে করে নিয়ে গিয়েছিল, খাওয়াতে হয়নি।
ঢাকায় থিতু হওয়ার পর থেকে আমার নিজেরও এই সমস্যা হয়েছে। প্রায় সময় ওষুধ চলে। আমি জানি কাশি, শ্বাসকষ্টের কী কষ্ট। দম বেরিয়ে যেতে চায় কাশতে কাশতে। এই লেখাটি যখন লিখছি, রাত তখন তিনটা বাজে। ওপাশের ঘরে প্রিয়নীল অনবরত কেশে চলেছে। আমারও বুকটা ফেটে যাচ্ছে সেই শব্দে। রাত বারোটার দিকে ওকে আমার রুমে নিয়ে এসেছিলাম। চোখে চোখে রাখতে। আর ওর মা যাতে একটু ঘুমাতে পারে, সেই কারণে। এদিকে কাশির কারণে ঘুম থেকেই বেচারা উঠে পড়লো। একপর্যায়ে কাশতে কাশতে সে একবার বমিও করলো আমার বিছানার ওপর! আমি নিজ হাতে সেগুলো পরিষ্কার করলাম।
এই যে গ্রামে গেলে ওর এই সমস্যাটা থাকে না, এই ঢাকায় ফিরলেই সমস্যাটা যে বাড়ে, সারতে চায় না; এর কারণটা কী? কারণটা আমরা সবাই জানি। এই শহর আর বাসযোগ্য নাই। ধূলার রাজ্য, দূষণের রাজধানী এই শহর। লোকে লোকারণ্য এই নগর। এই বিপুল জনতার বেশির ভাগই যে অসৎ আর নীতিহীন, সে প্রসঙ্গে আজ আর নাইবা গেলাম। এ লেখায় শুধু ফোকাস করতে চাই এই নগরকে বাসযোগ্য করতে বাস্তবধর্মী পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, সেদিকে।
সারাদেশ থেকে পঙ্গপালের মতো সব মানুষ এই ঢাকার দিকে ছুটছে। ছুটে আসার কারণও আমরা জানি। সব সুযোগ-সুবিধা এই নগরীতে বেশি। তাহলে সুযোগগুলো বাইরের প্রতিটি বিভাগে ছড়িয়ে দিলেই তো হয়। এটা বুঝতে কী বড় গবেষক হতে হয়? কিন্তু তা না, এখানেই সবকিছু করতে হবে। আমি বলছি না যে ঢাকার বাইরে কিছু হচ্ছে না, কিন্তু ঢাকার মতো কি হচ্ছে? হচ্ছে না। যার কারণেই দেশের আঠারো কোটি মানুষ ঢাকায় আসতে চাচ্ছে। আসছে। আমরা জানি, কোনো শহর ধারণ ক্ষমতার বেশি হলে সেই শহরের সমস্যার সমাধান সহজ নয়। তারওপর থাকে যদি সিটি কর্তৃপক্ষের করাপশন, তাহলে তো কথাই নেই।
কয়েক বছর আগে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিন পিস তাদের এক প্রতিবেদনে বলেছে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। বায়ুদূষণজনিত রোগে প্রতিবছরই বহু মানুষের অকাল মৃত্যুও হচ্ছে। এটি গেল শুধু বায়ু দূষণের কথা। পানি দূষণ, শব্দ দূষণ এবং ভূমি দূষণের কথা বাদই দিলাম।
এরকম সমস্যা বিশ্বের অনেক দেশের রাজধানীতেই আছে। সমস্যা সমাধানে অনেক দেশ তাদের রাজধানী বদল করেছে। আমাদেরও ভাবতে হবে এ বিষয়ে। রাজধানীকে ঢাকার বাইরে নিলে সেই শহরটিও উন্নত হয়ে উঠবে। এভাবে গোটা দেশেই উন্নয়ন ছড়িয়ে যাবে। তখন সবাই ঢাকার পানে ছোটা বন্ধ করবে। যেমনটা যুক্তরাষ্ট্রে কেউ কিন্তু উন্নত জীবনের জন্য ওয়াশিংটনে ছোটে না, কিংবা ভারতের লোকজন ছোটে না দিল্লি কিংবা মুম্বাইয়ের দিকে।
এই ঢাকাকে বাসযোগ্য করতে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ এবং ভূমি দূষণ থেকে মুক্ত করতে হবে। আর এটা তখনই করা যাবে যখন নগর কর্তৃপক্ষের নিজেদের মধ্যকার দুর্নীতি নামের দূষণ কমানো যাবে। ঢাকার জনসংখ্যা তিন কোটি থেকে ৭০ লাখে নিয়ে আসা যাবে। আবার এই জনসংখ্যা তখনই কমানো যাবে যখন ঢাকার তাবৎ সুযোগ-সুবিধা অন্য বিভাগীয় শহরে ছড়িয়ে দেওয়া যাবে। না হয় সমস্যা সমাধানের জন্য সারাবছর পরিকল্পনা হবে, বাজেটের লাখ কোটি টাকা খরচ হবে; কিন্তু কাজের কাজ কিছুই হবে না। যেমনটা ব্যথানাশক ট্যাবলেটে কখনো ব্যথা সারে না, ব্যথার চারপাশে কিছুক্ষণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে শুধু। যখন ওষুধের ক্রিয়া শেষ হয়, ব্যথার অনুভব আবার ফিরে আসে। ১৪ জানুয়ারি ২০২৩। শুক্রবার দিবাগত রাত তিনটা। কলাবাগান, ঢাকা-১২০৫।
লেখক: সম্পাদক, দ্য রিপোর্ট.লাইভ
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
